europe`s tallest bui - Latest News on europe`s tallest bui| Breaking News in Bengali on 24ghanta.com
ইউরোপের নির্মীয়মাণ উচচতম বহুতলে আগুন

ইউরোপের নির্মীয়মাণ উচচতম বহুতলে আগুন

Last Updated: Tuesday, April 3, 2012, 12:51

ইউরোপের উচ্চতম বহুতল তৈরির কাজ শেষ হওয়ার আগেই লাগল বিধ্বংসী আগুন। সোমবার রাতে মস্কোর নির্মীয়মাণ বহুতল `ফেডারেশন টাওয়ার কমপ্লেক্স`-এর ৬০ তলায় আগুন লাগে। কাছাকাছি মস্কো নদী থেকে বার বার জল তুলে হেলিকপ্টারে করে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা।